আন্তর্জাতিক

ব্যাংককে ৩৩টিতে ৩২ আসনেই জিততে চলেছে মুভ ফরোয়ার্ড পার্টি

  প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ২:৪৬:৩৭

শেয়ার করুন

থাইল্যান্ডে বড় চমক দেখাতে চলেছে যুবশ্রেণির সমন্বয়ে গড়ে তোলা দল মুভ ফরোয়ার্ড পাটি। রাজধানী ব্যাংককে ৩৩টি আসনের মধ্যে একটি বাদে বাকি সবটাতে তারা বিজয়ী হতে চলেছে। রোববার রাত ৮টা ১৩ মিনিট পর্যন্ত বেসরকারি ভোট গণনার রিপোর্ট করেছে থাই পিবিএস। তাতে বলা হয়েছে মুভ ফরোয়ার্ড দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য নেশন। মুভ ফরোয়ার্ড যে আসনটিতে জয় পাবে না, তা পেতে পারে পুয়ে থাই পার্টি। অন্যদিকে ডেমোক্রেট, পালাং প্রচারার্থ সহ অন্য দলগুলো রাজধানী ব্যাংকক থেকে উৎখাত হতে চলেছে নির্বাচনের ফল অনুযায়ী। এর আগে ২০১৯ সালের মার্চের নির্বাচনে ব্যাংককে ১২টি আসনে জয় পেয়েছিল পালাং প্রচারার্থ। অন্যদিকে ফিউচার ফরোয়ার্ড এবং পুয়ে থাই পার্টি প্রত্যেকে ৯টি করে আসনে জয় পায়। পোস্টাররা বলেছেন, গত নির্বাচনে পালাং প্রচারার্থের প্রার্থী ছিলেন বর্তমানের প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুত চান-ওচা।

তাকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন ব্যাংককের মানুষ। ব্যাংককের ভোটারদের কাছে মুভ ফরোয়ার্ড ব্যবসায় মনোপলি এবং সেনাবাহিনীর বিষয়ে সংস্কারের আবেদন জানিয়েছিল তারা।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content