রাজনীতি

শেখ হাসিনা প্রশ্নে আপসহীন যুবলীগ’

  প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ২:২৯:৫৬

0Shares

শেয়ার করুন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে যুবলীগ আপসহীন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বুধবার (২৩ মে) ঢাকা-৫ নির্বাচনি আসনের যাত্রাবাড়ী চৌরাস্তার পার্কে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেশব্যাপী দেশবিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদ’ শীর্ষক ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

ঢাকা-৫ এর নির্বাচনি আসনে দক্ষিণ যুবলীগের পক্ষে প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন গাজী সারোয়ার হোসেন বাবু। সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে যুবলীগের নেতাকর্মীরা রাজপথে প্রতিহত করবে।

যুবলীগের এই নেতা বলেন, পরশ-নিখিলের নির্দেশে রানা-রেজার নেতৃত্বে যুবলীগ সকল ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত। শেখ হাসিনা প্রশ্নে যুবলীগ আপসহীন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content