প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ১১:৫০:০৬
অন-লাইনে যারা কাজ করেন যারা সত্য উদঘাটন করে তারা এক একজন যোদ্ধা বলে আখ্যা দিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া সাইবার ফোর্স কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জন্য দেশের মানুষের জন্য সাইবার যোদ্ধা হিসাবে কাজ করে যারা অনলাইনে কাজ করে। তাদের মধ্যে জিয়া সাইবার ফোর্স অন্যতম। সব সময় মিথ্যা পরিহার করে সত্যকে প্রাধান্য দিয়ে প্রচার-প্রচারণায় আরও অগ্রসর হওয়ার ও আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব উপস্থিতি ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের সহ: দপ্তর এ্যাড.সোলায়মান হোসেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অবঃ ড. মোহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কেএম হারুন।