নির্বাচন

এভাবে পেশিশক্তি ব্যবহার করলে নির্বাচন সুষ্ঠু হবে না: জাপা প্রার্থী

  প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৫:৩১:৪৯

শেয়ার করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তিনি বলেছেন, গোটা বিশ্ব তাকিয়ে আছে সিলেটের নির্বাচনের দিকে। এভাবে পেশিশক্তি ব্যবহার করলে নির্বাচন সুষ্ঠু হবে না। এখানে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ নেই। আজ সকাল পৌনে ১০টার দিকে নগরীর আনন্দ নিকেতন কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন নজরুল ইসলাম। তিনি বলেন, ওরা একটা নীল নকশা করেছে কীভাবে ভোট কারচুপি করবে। ৪২টা ওয়ার্ডের সবগুলো কেন্দ্রে আমি আমার পোলিং এজেন্ট দিয়েছি কিন্তু আমি সকাল থেকে ফোন পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জোর করে বের করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ ভালো দেখছি না। প্রশাসন নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছে।

তবুও আমি নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকবো।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content