প্রতিনিধি ৩০ জুন ২০২৩ , ৩:৩৮:০৭
হু হু করে বাড়ছে কাঁচা মরিচের দাম। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। ঝালকাঠিতে প্রতি কেজি কাঁচা মরিচ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় শহরের কাঁচা বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।
হাসান নামের এক ক্রেতা ‘হক কথা’ কে বলেন, ‘দুদিন আগেও ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি। আজ না কিনেই বাসায় ফিরতে হবে।’
ছালমা বেগম নামের অপর এক নারী বলেন, ‘ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা দাঁড়িয়েছে। ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
কাঁচা মরিচের আকাশছোঁয়া দামের ব্যাপারে বিক্রেতারা বলছেন, ঈদের সময় পাইকাররা দাম বাড়ায়। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
এ বিষয়ে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার বলেন, ‘ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকায় বিক্রি করেও খুব বেশি লাভ থাকবে না।’
তিনি আরও বলেন, ‘সকালে বরিশাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচ সাড়ে ৫০০ টাকা কেজি দরে পাইকারি কিনতে হয়েছে। মাত্র ২০ কেজি মরিচ আনতে পেরেছি। তার উপরে পরিবহনসহ অন্যান্য খরচ রয়েছে। ঈদের পর এমন দাম আর থাকবে না।’
উল্লেখ্য, ঈদের একদিন আগেও ঝালকাঠিতে খুচরা বাজারে ৩০০-৪০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।