রাজনীতি

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

  প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৭:১৩:৪৩

শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারীদের সঙ্গে সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। উপজেলার চৌদ্দগ্রাম বাজারে আজ সকাল ৯টায় মঞ্চ দখলকে কেন্দ্র করে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয়েছে সাংসদ গ্রুপের সভামঞ্চ। এতে আহত হয়েছে পুলিশসহ উভয় পক্ষের ২০ জন নেতাকর্মী। বর্তমানে চৌদ্দগ্রাম বাজার এলাকায় থেমে থেমে সংঘর্ষে চলছে। এঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

 

জানা যায়, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা তমিজউদ্দিন সেলিম অংশের নেতাকর্মী এবং সাংসদ মুজিবুল হকের অনুসারী নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতেই দোয়েল চত্বর সংলগ্ন এলাকায় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content