রাজনীতি

নির্বাচন কমিশন অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল আজ

  প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ৭:১৩:১৩

শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আজ বুধবার (২১ জুন) গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ কমিটি সহকারী সমন্বয়কারী শহিদুল ইসলাম কবির এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জমায়েত হয়ে নির্বাচন কমিশন কর্যালয় অভিমুখে গণমিছিল বের করবে ইসলামী আন্দোলন। যার নেতৃত্ব দেবেন ধর্মভিত্তিক দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

জানা যায়, বরিশাল সিটি নির্বাচনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মুফতি রেজাউল করিম (চরমোনাই পীর)। এই গণমিছিল সেই কর্মসূচির অংশ হিসেবে পালন করতে যাচ্ছে দলটি।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content