প্রতিনিধি ৩০ জুন ২০২৩ , ৩:১৯:২৩
রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দা এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মাহমুদ আলম (৪০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই মনজুরুল বলেন, আমার বড় ভাই মাহমুদ ৭১ নং শাহ সাব লেনের বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। আজ সন্ধ্যার দিকে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে অসাবধানতাবশত পা পিছলে নিচের সিঁড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমার বড় ভাই ৬৮ নং ভজহরি সাহা স্ট্রিট ভূতের গলিতে ভাড়া থাকতেন। আমাদের পিতার নাম মো. শাহজাহান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।