প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ৮:২৯:২৯
নির্বাচনকালীন সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমভন্ত্রী আনিসুল হক।
রোববার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে এক প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এরপর ছোট পরিসরে সরকার গঠন করবেন।’
মন্ত্রী বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার হওয়া উচিৎ, কবে হবে, কারা থাকবেন তা প্রধানমন্ত্রী ঠিক করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারও।
অনুষ্ঠানের উদ্বোধন শেষে আইনমন্ত্রী বলেন, ‘সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন সময়ে তিনি একটি ছোট সরকার করতে চান, এই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তার পরে তিনি তার সরকার গঠন করবেন। আমার মনে হয়, এ ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। কারণ প্রধানমন্ত্রী এরই মধ্যে বলে দিয়েছেন, নির্বাচনকালীন সরকারের কথা। ওই সরকারে কারা কারা থাকতে পারেন এ রূপরেখাও তিনি দিয়ে রাখছেন।