প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ৩:৪৬:৪৮
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া, তাদের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানসহ ২৮ নেতাকর্মীর নামে চারটি পশু কুরবানি দিচ্ছে বিএনপি। অন্য নেতাকর্মীদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ‘গুম ও খুনের শিকার’ হয়েছেন বলে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশানের কার্যালয়ে এই কুরবানি দেওয়া হবে, যার ব্যবস্থাপনায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুরবানির জন্য ইতোমধ্যে চারটি গরু কেনা হয়েছে। প্রতিটি গরুতে সাতজন অংশীদার রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে একটি নামের তালিকা পাঠানো হয়েছে, যেখানে ওই (যাদের নামে কোরবানি দেওয়া হবে) ২৮ জনের নাম রয়েছে।
তালিকায় দেখা যায়,
প্রথম গরুটিতে নাম দিচ্ছেনঃ
১| জিয়াউর রহমান
২| ভোলার আবদুর রহিম
৩| নূরে আলম
৪| শাওন প্রধান
৫| আবদুল আলিম
৬| শহিদুল ইসলাম
৭| নিজামুদ্দিন
২য় টিতে নাম আছেঃ
১. খালেদা জিয়া ২. অমিত হাসান
৩. আ ফ ম কামাল ৪. নুরে আলম ভূঁইয়া
৫. মোহাম্মদ ইউসুফ ৬. নয়ন মিয়া ও ৭. সানাউল্লাহ
৩য় টিতে নাম দিচ্ছেনঃ
১. আরাফাত রহমান
২. শাহজাহান খান
৩. মুকবুল হোসেন
৪. মিল্লাত হোসেন
৫. আবদুর রশিদ
৬. মাহবুবুল আলম
৭. নূরুল আলম
৪র্থ টিতে:
১| নাসির উদ্দিন আহাম্মদ পিন্টু
২| ইলিয়াস আলী
৩| চৌধুরী আলম
৪| শফিউল বারী বাবু
৫| সাজেদুর রহমান
৬| নূরুজ্জামান
৭| জাকির হোসেন
যারা ভাবেন বিএনপি ত্যাগীদের মূল্যায়ন করেনা; তাদের সেকেন্ড থট দেয়া উচিৎ।
এমন দল ও নেতার প্রতি রেসপেক্ট আনতে প্রচারণা ফার্ম দরকার হয়না। দরকার হয় একটা সেনসেটিভ হৃদয়।
গণতন্ত্রপন্থী নেত্রী বেগম জিয়া ব্যাতিত অন্য সকলে কোম্পানি দ্বারা গুম খুনের স্বীকার হয়েছেন।