সারাদেশ

মহানগর পুলিশের প্রতিটি সদস্যকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান

  প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ১১:৫১:৪০

শেয়ার করুন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে স্বস্তির ঈদ উপহার দিতে ঢাকা মহানগর পুলিশের প্রতিটি সদস্যকে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি আরো বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের দাবি নিয়ে মাঠে নামবে। আপনারা কমান্ডারের নির্দেশ অনুযায়ী ধৈর্য সহকারে দায়িত্ব পালন করবেন।’

যেসব রাজনৈতিক দল আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান ডিএমপি কমিশনার।

সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে গ্র্যান্ড রোল কলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আসন্ন ঈদ উপলক্ষে ডিউটির চাপ থাকবে। আপনারা আন্তরিকভাবে গত ঈদে ডিউটি করার কারণে রাস্তায় কোন যানজট বা বড় কোন ধরনের ঘটনা ঘটে নাই। এবারও আপনারা আপনাদের ডিউটি সঠিকভাবে পালন করবেন। দুই কোটি নগরবাসীর মধ্যে প্রায় ১ কোটি নগরবাসী গ্রামের বাড়িতে যাবে। তাদের বাসাবাড়ির নিরাপত্তা ও ফাঁকা রাস্তায় যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে সর্তক থেকে সকলকে দায়িত্ব পালন করতে হবে। তাহলে আমরা নগরবাসীকে একটা স্বস্তির ঈদ উপহার দিতে পারব।’

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ‘ডিউটি পালন করতে গিয়ে কোন ভুল হলে বা বিপদে পড়লে পাশে থেকে রক্ষা করবো কিন্তু কোন অপরাধের সাথে জড়িত হলে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।’

এ সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামানসহ ডিএমপির বিভিন্ন উর্ধতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় ৩ হাজার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content