প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ১০:৪৮:৪৫
আগামী শনিবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছে জামায়াতের একটি প্রতিনিধি দল। এডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ৮ জন আইনজীবী রয়েছেন। তারা জানিয়েছেন, ৫ই জুন সমাবেশে অনুমতি না পাওয়ায় ১০ই জুন আবার সমাবেশ করার অনুমতি চাওয়া হবে। এ দিন সমাবেশ করতে জামায়াত প্রস্তুতি নিয়েছে। শনিবার ছুটির দিন হওয়ায় ডিএমপি সমাবেশের অনুমতি দেবে বলে তারা আশা করছেন।