প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ১২:০৯:২১
ঢাকা জেলা প্রতিনিধি :বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার সরকারের সময় শেষ হয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেকোন সময় স্বৈরাচার সরকারের পতন ঘটবে।
মঙ্গলবার (২৭ জুন) শেরেবাংলা নগরে গাজীপুর মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাকর্মীদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় রুহুল কবির রিজভী নেতাকর্মীদের শপথ পড়ান।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই চলমান গণতান্ত্রিক আন্দোলন সফল হবে। মানুষ বাকস্বাধীনতা ফিরে পাবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, বিএনপি নেতা মেহেদী হাসান এলিস, মাবুবুল আলম শুক্কুর, সুরুজ আহমেদ, বশির উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন,গাজী সালাউদ্দিন, আক্তার হোসেন, আব্দুর রহিম কালা প্রমুখ।