প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ১:৩৯:৪৪
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭শে জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব সোনিহা হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২৭শে জুন মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল। এতে বলা হয়, জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।