ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির রাজধানী শহরে সারা রাত ধরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেসামরিক মানুষ মাটির তলায় সাবওয়ে স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হন।
তবে ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার হামলা প্রতিহত করার দাবি করেছে। মঙ্গলবার (৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে রাতের আঁধারে নতুন করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের রাজধানীতে অবস্থান কর্মকর্তারা বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ২০ টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, ‘সবগুলো ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করা হয়েছে, কোনোটাই আঘাত হানতে পারেনি।’
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ