দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জামায়াতের সমাবেশ চলছে। দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন। আজ দুপুর ২টার দিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মী। এই সমাবেশের লোক সমাগম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বর পেরিয়ে ছড়িয়ে পড়েছে বাইরের সড়কে। ইন্সটিটিউটের ভিতরে শুরু থেকেই ছিল ব্যাপক লোকসমাগম। এরপরও দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন রাজধানীর বিভিন্ন স্থানের নেতাকর্মীরা। শেষে সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। বর্তমানে সড়কে এক পাশ দিয়ে যান চলাচল করছে। নেতাকর্মীরা ব্যানার পোস্টার নিয়ে হাজির হয়েছেন। তারা জামায়াতের বিভিন্ন নেতাকর্মীদের মুক্তির দাবি সংবলিত পোস্টার হাতে এসেছেন।
ভিতরের বক্তব্য মাইকে মাধ্যমে শোনা যাচ্ছে বাইরে পর্যন্ত। বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন তারা। দিচ্ছেন স্লোগান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত নেতা ইয়াসিন আরাফাত, দেলোয়ার হোসেন, ফখরুদ্দিন মানিক, মোবারক হোসেন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ