আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে গুলি, নিহত ৭

  প্রতিনিধি ৪ জুন ২০২৩ , ২:০৫:০৬

শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে এলোপাথাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী। এতে অন্তত সাত জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুই জন।

নেদারল্যান্ডভিত্তিক সংবাদ সংস্থা বিএনও নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দক্ষিণ আফ্রিকার ডারবানের কোয়াজুলু-নাটালে এই হামলার ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা আচমকা প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এর ফলে কমপক্ষে সাতজন মানুষের মৃত্যু হয়।

কোয়াজুলু-নাটালের পুলিশ জানিয়েছে যে, নয়জন ব্যক্তি শনিবার ভোরে হোস্টেলে মদ্যপান করছিলেন। তখন অজানা বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তাদের উপর গুলি চালায়। সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে পুলিশ।

মুখপাত্র জে নাইকার বলেছেন, ‘উমলাজিতে পুলিশ সাতটি হত্যা এবং দুটি হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করেছে।’

মুখপাত্র জানিয়েছেন, কেন গুলি চালানো হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনা তদন্তের জন্য প্রাদেশিক টাস্ক টিমের গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content