দেশে প্রতিদিনই বিদ্যুতের লোডশেডিং বাড়ছে। বুধবার ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে আসা লাইন ট্রিপ করায় লোডশেডিং আরও বেড়ে যায়। কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে পুরো দেশে। এমন অবস্থায় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মালিকরাও ধুঁকছেন কেন্দ্র পরিচালনার জ্বালানি নিয়ে। অর্থ সংকট ও বিদেশ থেকে জ্বালানি আনতে না পারায় যে কোনো সময় সংকট তৈরি হতে পারে এমনটি তারা আশঙ্কা করছেন। বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকদের সংগঠনের দাবি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে এই মুুহূর্তে তাদের পাওনা ১৮ হাজার কোটি টাকা। পিডিবি এই টাকা পরিশোধ করতে না পারায় তারা জ্বালানি কিনতে পারছেন না। পিডিবিকে ফার্নেস অয়েল এনে দেয়ার কথা বলা হলেও তারা তা দিতে পারছে না। এ কারণে ফার্নেস অয়েলের মজুত কমে আসছে।
সূত্র মতে, গতকালও ১৫ থেকে ১৬ হাজার বিদ্যুতের চাহিদার বিপরীতে দুপুর ১২টা দিকে উৎপাদন হয়েছে ১১ হাজার মেগাওয়াট।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ