বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হচ্ছে আজ (২৭ জুন)। ১০০ দিনের কাউন্টডাউনের পাশাপাশি এদিন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ট্রফি ট্যুরও। সূচি ঘোষণার আগের দিন মহাশূন্যে উন্মোচিত হয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় এ ট্রফি উন্মোচন করা হয়।
আইসিসি জানায়, বিশ্বের মোট ১৮টি দেশে ঘুরবে এবারের বিশ্বকাপ ট্রফি। বিশ্বব্যাপী ভ্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশেও আসবে এ ট্রফি। সূচি অনুযায়ী, তিনদিন বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। ৭-৯ আগস্ট বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা কাছে থেকে এ ট্রফি দেখার সুযোগ পাবেন।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস ট্রফি ট্যুর প্রসঙ্গে বলেন, বিশ্বকাপ শুরুর আগে ট্রফি ট্যুর বেশ বড় একটি মাইলফলক। ক্রিকেটে বিলিয়নের চেয়েও বেশি ভক্ত-সমর্থক রয়েছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে ট্রফির কাছাকাছি আসতে দিতে চাই।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। দশ দল নিয়ে যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ