হাওড়া থেকে ছাড়া আপ করোমন্ডল এক্সপ্রেস ট্রেন শুক্রবার সন্ধ্যায় বিশাল দুর্ঘটনার কবলে পড়েছে ওড়িশার বালেশ্বরের কাছে। কলকাতায় পাওয়া খবর অনুযায়ী একশ’র বেশি যাত্রী নিহত হয়েছেন। আহতের সংখ্যা তিনশ’র বেশি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাতেই তৃণমূলের একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন ঘটনাস্থলে। হাওড়া স্টেশনে যাত্রীদের উদ্বিগ্ন আত্মীয়স্বজন ভিড় জমিয়েছেন। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মমতা নবান্নে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন। হাহাকার এখন সর্বত্র। আহতদের আত্মীয়স্বজন গাড়ি ভাড়া করে বালেশ্বর যাওয়ার চেষ্টা করছেন। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ।
এদিকে ওড়িশার দমকল বাহিনীর ডিরেক্টর জেনারেল সুধাংশু সরঙ্গী জানিয়েছেন, অন্তত ১২০টির বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে অনেক যাত্রী এখনো আটকে রয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। সারারাত ধরে ট্রেনের দরজা ভেঙে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নামানো হয়েছে সেনাবাহিনীকেও। দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে প্রতিনিধি দল পাঠিয়েছেন ঘটনাস্থলে।
রাতে হাওড়া এবং শালিমার স্টেশনে ভিড় করেছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের উদ্বিগ্ন স্বজনরা। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লাখ টাকা, গুরুতর আহতদের ২ লাখ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ