আন্তর্জাতিক

ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

  প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১:০৪:২৯

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল আগামী মাসে ঢাকা সফরে আসছে। ওই প্রতিনিধিদলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক এসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র নামও রয়েছে বলে সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।

উল্লেখ্য, চলতি বছরের শেষ কিংবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনের মাত্র মাস ছয়েক আগে এমন উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর ঘিরে তাই খুব স্বাভাবিকভাবেই সচেতন মহলের নজর থাকবে।

 


শেয়ার করুন