মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাই
রাজধানীর মোহাম্মদপুরে মো. সেন্টু ওরফে শাকিল(৩২) নামে এক যুবককে কুপিয়ে কোরবানির গরু ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত যুবক স্থানীয় একটি গার্মেন্টসে মালপত্র সাপ্লাইয়ের কাজ করেন।
শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
আহত শাকিল বলেন, বসিলার গরুর হাট থেকে কোরবানির গরু কিনে ঢাকা উদ্যান মনিরের বাজার এলাকায় বাসায় যাচ্ছিলাম। এমন সময় একটি টেম্পুতে করে ১০-১২ জন দুর্বৃত্ত আমার গতিরোধ করে দাঁড়ায়। কোন কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যাই। পরে তারা গরু নিয়ে দ্রুত ঢাকা উদ্যান এলাকা ত্যাগ করে।
সে আরও জানায়, তারা আমার হাত ও পায়ের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ