৭ বিভাগে যুবলীগের শান্তি সমাবেশের প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিভাগীয় শান্তি সমাবেশ ঘোষণা করবে যুবলীগ। এ উপলক্ষ্যে সাতটি বিভাগে প্রস্তুতি সভার আয়োজন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক বিবৃতির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
৭ বিভাগে যুবলীগের শান্তি সমাবেশের প্রস্তুতি সভা:
আগামী ৮ থেকে ১২ জুন চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা ও থানায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১৫ থেকে ১৮ জুন রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা ও থানায় (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোর জেলা ব্যতীত) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
আগামী ২০ থেকে ২৩ জুন বরিশাল বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা ও থানায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
আগামী ৫ থেকে ৮ জুলাই সিলেট বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা ও থানায় বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
আগামী ১২ থেকে ১৬ জুলাই খুলনা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা ও থানায় প্রস্তুতি সভার আয়োজন করা হবে।
আগামী ১৮ থেকে ২০ জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা ও থানায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ