অন-লাইন

অবশেষে অজ্ঞাতনামা ছেলেটি মারা গেছে, কে তার মা বাবা?

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ৩:৩১:৪৯

শেয়ার করুন

গতকাল বেলা ১১ টার দিকে টঙ্গীর মধুমিতা রেলগেটে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অজ্ঞাতনামা ১৫ বছরের এক কিশোর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া আজ সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোরের পরনে ছিল পায়জামা পাঞ্জাবি ও মাথায় টুপি। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে। ট্রেন থেকে পড়ে যাবার পর প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতালে নেয়া হয় কিশোরকে, পরে আশংকাজনক অবস্হায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভর্তি অবস্থায় সেখানে সে মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি ট্রেন থেকে পড়ে পাথরে গড়িয়ে সামনের দিকে আসছিল। এসময় সে রক্তাক্ত জখম হয়ে পানি পানি বলে চিৎকার করছিল। এক পর্যায়ে সে জ্ঞান হারায়। ছেলেটির এমন রক্তাক্ত চেহারা দেখে আমার খুব মায়া লাগছে, মনে অনেক কষ্টও লাগছে! ও কার মার পুত জানি? কখনও কি জানতে পারবে ওর মা বাবা, তাদের আদরের ধনটি আজ টঙ্গীতে ট্রেন থেকে পড়ে মরে গেছে? কে তার মা বাবা? ছেলেটির মা বাবা আত্মীয় স্বজনদের সন্ধান পেতে এই পোষ্টটি অনেক অনেক শেয়ার করুন প্লিজ। ইয়া আল্লাহ নিষ্পাপ বাচ্চাটিকে তুমি বেহেশত নসিব করো… আমিন।

টঙ্গী থেকে নূরুল ইসলাম,
সাংবাদিক দৈনিক জনকণ্ঠ,
সাবেক সভাপতি টঙ্গী প্রেসক্লাব ও
সেক্রেটারি গাজীপুর সাংবাদিক ইউনিয়ন।
১৫ জুলাই ২০২৩


শেয়ার করুন

আরও খবর

Sponsered content