প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ১০:২৯:৫২
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল। আর এই ম্যাচে দলের জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন তাওহীদ হৃদয়। দলের বিপর্যয়ের সময় শামীম পাটোয়ারীকে নিয়ে হাল ধরেন মিডল অর্ডার এই ব্যাটার। শেষ পর্যন্ত শামীম ফিরে গেলেও দলের জয় নিশ্চিত করে ৩২ বল খেলে ৪৭ রান করে মাঠ ছাড়েন হৃদয়।
দলের এমন জয়ে শুধু নিজের অবদানের কথা বলছেন না হৃদয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জানালেন সবার অবদানেই জয় এসেছে, ‘আমার মনে হয়, আজকের ম্যাচটিতে সবাই অবদান রেখেছি। শুধু আমি, শরিফুল, শামীম, আমরা নই। আমরা তিনজন একসঙ্গে বিশ্বকাপ (যুব) খেলেছি, এজন্যই নয়। শুরু থেকে যদি দেখেন, তাসকিন ভাই…প্রতিটি বোলার, সাকিব ভাই থেকে শুরু করে সবাই খুব ভালো শুরু এনে দিয়েছে। সবার অবদান ছিল। ফিল্ডিংয়ে হোক বা সব দিক থেকে অবদান রেখেছে।’
‘বিশেষভাবে যদি আমাদের কথা বলেন, আমরা সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে এবং প্রতিটি খেলোয়াড় সেটিই কের। আমরা দেশের জন্য খেলছি। সবসময় এটাই মাথায় থাকে যে দেশের জন্য খেলব, দেশকে ভালো ফল এনে দেব।’-আরও যোগ করেন হৃদয়।
এর আগে ৫ বলে ২ রান প্রয়োজন ছিল তখনই পরপর ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা। তবে বিশ্বাসটা ধরে রেখেছিলেন হৃদয়, ‘আমি নরমাল ছিলাম। কারণ জানতাম, ২ রান লাগে মাত্র। একটা বলের ব্যাপার। বল ব্যাটে লাগলেই ১-২ রান হয়ে যাবে। সেই সময়টায় শান্ত থাকার চেষ্টা করেছি। যেহেতু নন স্ট্রাইকে ছিলাম, চেষ্টা করেছি আমার পার্টনারদের যতটুকু ইনফরমেশন দেওয়া যায় যে বোলার কী বল করতে পারে। এটুকুই।’