খেলাধূলা

একাধিক দাবিতে কেন্দ্রীয় চুক্তিতে সই করছেন না বাবর-রিজওয়ানরা

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ২:২৬:৩১

শেয়ার করুন

 

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ক্রিকেটারদের ২০২২–২৩ মৌসুমের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। নতুন মৌসুম শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত ২০২৩–২৪ মৌসুমের চুক্তিতে সই করেননি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা।

পিসিবির নতুন চুক্তিতে বেতন বাড়লেও পরিমাণে খুশি নন ক্রিকেটাররা। তারা চান পুরো কেন্দ্রীয় চুক্তিই ঢেলে সাজানো হোক। এর মধ্যে বেতন বৃদ্ধি তো আছেই, পাশাপাশি বিমা সুবিধা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ নীতিমালা এবং লভ্যাংশ বণ্টনের মতো বিষয়গুলোর অন্তর্ভুক্তি চান।

 

ক্রিকেটপাকিস্তানের খবরে বলা হয়, পাকিস্তানের ক্রিকেটাররা বেতন বৃদ্ধির দাবি তুলেছেন। নাজাম শেঠির নেতৃত্বাধীন পিসিবির সর্বশেষ ব্যবস্থাপনা কমিটি বাবরদের বেতন ৪৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব রেখে গেছে। তবে ক্রিকেটাররা এর চেয়েও বেশি চান।

২০২২–২৩ মৌসুমের চুক্তির সময় আগেরবারের চেয়ে ১০ শতাংশ ম্যাচ ফি বাড়ানো হয়েছিল। তখন সাদা ও লাল বলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য টেস্টে ৫০ হাজার, ওয়ানডেতে ২৫ হাজার এবং টি–টোয়েন্টিতে ১৫ হাজার রুপি ধার্য হয়েছিল। আর ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাবর, রিজওয়ান ও শাহিন আফ্রিদির মাসিক বেতন ছিল ১২ লাখ ৫০ হাজার রুপি করে। অন্যদের বেতনও আনুপাতিক হারে বাড়ানো হয়েছিল।

পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানায়, নতুন চুক্তিতে বেতন বৃদ্ধির হার বাড়ানোর পাশাপাশি আরও কিছু সুবিধার সংযোজন চান ক্রিকেটাররা। এর মধ্যে আছে পরিবারের জন্য স্বাস্থ্য বিমা ও শিক্ষাবিষয়ক নীতি যুক্ত করা। ভয়ানক চোটে ক্যারিয়ার শেষ হয়ে গেলে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার ভয় তাদের। আবার আইসিসি টুর্নামেন্ট থেকে পিসিবি যে আয় করে, সেটির একটি অংশও চান ক্রিকেটাররা। চান পিসিবির পৃষ্ঠপোষকদের তালিকাও, যাতে তারা লাভবান হতে পারেন।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content