বিনোদন

গাঁজাসহ আটক সুপার মডেল জিজি হাদিদ

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ৫:৫৪:৪৮

শেয়ার করুন


মাস কয়েক আগে বলিউড তারকা বরুণ ধাওয়ানের চুমু-কাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। সেই রেশ না কাটতেই তার নাম উঠে এলো সংবাদমাধ্যমে। তবে এবার অভিযোগ গুরুতর। গাঁজাসহ ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

চলতি মাসের প্রথম দিকে প্যারিস ফ্যাশন উইকের কারণে ফ্রান্সে উপস্থিত ছিলেন জিজি। তার দিন কয়েক পরই ঘটে এই ঘটনা। খবর, কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজা-সহ ধরা পড়েন জিজি ও তার খুব কাছের বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি।

জানা গেছে, জিজি-লিয়ার কাছে থাকা মাদকের পরিমাণ ছিল মাত্রাতিরিক্ত। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। খবর, মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া।

মাদকের সঙ্গে জিজির সখ্যতার ঘটনা নতুন নয়। এর আগেও মাদককাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল। তবে সেসময় এ অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content