রাজনীতি

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা, উত্তেজনা

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ১:২৭:২৭

শেয়ার করুন

চট্টগ্রামে বিএনপি’র নসিমন ভবন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের একটি মিছিল থেকে এই হামলা হয় বলে বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি শেষ করে বিএনপি কর্মীদের বাড়ি ফেরার পথে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে মারামারির পর এই হামলার ঘটনা ঘটে। বিএনপি কার্যালয়ে হামলার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কাজীর দেউড়ি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। কার্যালয়ে হামলার খবর পেয়ে বিএনপি কর্মীরা সেখানে জড়ো হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ দুই পক্ষকে দুই পাশে সরিয়ে দেয়। এ ঘটনায় এখন নগরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content