সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের শোভাযাত্রা ও বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ২:৪৭:৪১

শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ড. সামিউল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন সহ অন্যান্যে নেতাকর্মীরা।

এদিকে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফার দাবিতে পদযাত্রা করেছে বিএনপি।

মঙ্গলবার বিএনপির আয়োজনে সাড়ে ৫ টার দিকে পৌর বিএনপির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান তসিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফসহ অন্যান্যে নেতাকর্মীরা।

তবে বড় দুই দলের কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়া শেষ হয় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা ও ১ দফার দাবিতে পদযাত্রা।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content