রাজনীতি

ঢাকার চার পয়েন্টে অবস্থান নেবে বিএনপি, নেতৃত্বে যারা

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ৩:৩৮:১৪

শেয়ার করুন

এক বছর ধরে সারাদেশে বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় গণসমাবেশ, পদযাত্রা, তারুণ্যের সমাবেশসহ নানা কর্মসূচির পর সরকার পতন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করল বিএনপি। এবার নতুন কর্মসূচি ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান।

আগামীকাল শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে চারটি পয়েন্টে অবস্থান নেবেন বিএনপি নেতাকর্মীরা।

চারটি পয়েন্টে স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা উত্তরার বিএনএস সেন্টারের উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে অবস্থান নেবেন। এতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গাবতলীর এস এ খালেক বাস স্টেশনের সামনে আরেকটি অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি থাকবেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে নয়াবাজার বিএনপি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। যেখানে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম রোড দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

অন্যদিকে ‘গণতন্ত্র মঞ্চ’ মিরপুর মাজার রোড, ১২ দলীয় জোট ঢাকা-চট্টগ্রাম রোডের দনিয়া কলেজ পার হয়ে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর, জাতীয়তাবাদী সমমনা জোট চট্টগ্রাম রোড সাইনবোর্ড পার হবার আগে, এলডিপি উত্তর আজমপুর বাস স্টেশন সংলগ্ন এলাকায়, দলটির আরেক অংশ গাবতলী টেকনিক্যাল মোড়, এনডিএম চট্টগ্রাম রোড সাইনবোর্ড সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content