বিনোদন

দাম বাড়তি, টমেটো খাওয়া কমিয়ে দিলেন সুনীল শেঠি

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ৩:৫৫:১২

শেয়ার করুন

 

 

 

 

অনেকেই মনে করেন নিত্যপণ্যের বাজারে দাম বাড়লেও কোনো মাথাব্যথা নেই তারকাদের। তারা তো চড়া মূল্যেই কিনে খেতে পারেন। এই ধরাণা যে ভুল, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বলিউড অভিনেতা সুনীল শেঠি।

তার কথায়, ‘মানুষ মনে করেন যে এই ধরনের রোজকার জিনিস নিয়ে অভিনেতা বা তারকাদের মাথা ঘামাতে হয় না। কিন্তু ব্যাপারটা তেমন নয়।’

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার স্ত্রী মানা শেঠি একসঙ্গে এক বা দুদিনের জন্যই সবজি কেনেন। কারণ তারা টাটকা খেতেই পছন্দ করেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে টমেটোর দাম আকাশছোঁয়া এবং তার প্রভাব পড়েছে তাদের রান্নাঘরেও।

সুনীল শেঠি বলেন, ‘আমি আজকাল কম টমেটো খাই। মানুষ হয়তো ভাবেন যে যেহেতু আমি তারকা তাই এই সমস্ত ব্যাপারে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু সেটা সত্যি নয়, এই ধরনের সমস্যার সঙ্গে আমাদেরও যেতে হয়।’

অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁর ব্যবসাও সামলান সুনীল শেঠি। খাণ্ডালায় নিজের ফার্মহাউসে তিনি ফল ও সবজির চাষও করেন, প্রায়ই সেই সমস্ত ভিডিও শেয়ার করেন তিনি।

 

ওই সাক্ষাৎকারে অভিনেতা আরও বলেন, ‘আমি একটি অ্যাপ থেকে সবজি ফল অর্ডার করি, সেখানে সস্তা হয় বলে নয়, কারণ তারা টাটকা সবজি বিক্রি করে। আমি রেস্তোরাঁ চালাই এবং সবসময়েই সঠিক দামের জন্য দরদাম করি। কিন্তু টমেটোর ঊর্ধ্বমুখী দামের সঙ্গে পাল্লা দিয়ে মানুষকে স্বাদ ও গুণের সঙ্গে আপস করতে হচ্ছে। আমাকেও করতে হয়েছে।’

প্রসঙ্গত, সুনীল শেঠিকে শেষ দেখা গিয়েছিল অ্যামাজন মিনি টিভি সিরিজ ‘হান্টার: টুটেগা নেহি তোড়েগা’তে। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিরিজটিতে আরও অভিনয় করেছেন এশা দেওল, বরখা বিশত, করণবীর শর্মা ও রাহুল দেব প্রমুখ। পরিচালনায় ছিলেন যুবরাজ ধীমান ও অলোক বাত্রা।

 

 

 

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content