জাতীয়

পররাষ্ট্রসচিবের সঙ্গে দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ৪:১৪:০৮

শেয়ার করুন

 

 

 

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক।

বৃহস্পতিবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রসচিব ও নবনিযুক্ত রাষ্ট্রদূত দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, ইপিএসের আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণ, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন, জলবায়ু পরিবর্তন, যোগাযোগ এবং রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন।

গত ১৭ জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক।


শেয়ার করুন