প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ৭:২৭:৫৩
প্রবাসে গিয়ে বাংলাদেশের সম্মান ক্ষুন্ন করা কয়েকটি অপরাধের সংক্ষিপ্ত জঘন্য ঘটনা-
||১||
অগাস্ট ২০২২
সিংগাপুরের তেংগা প্রজেক্টে বিপুল পরিমান অবৈধ সিগারেট গাঁজাসহ পুলিশ গ্রেপ্তার করে মাসুম নামের এক সাধারণ কনস্ট্রাকশন বাংলাদেশী শ্রমিককে। মামলা এখনো চলমান।
||২||
মার্চ ২০২৩
সিংগাপুরের টেম্পানিসের একটি প্রজেক্টে দীর্ঘদিন কাজ করতেন আলম নামে এক বাংলাদেশি। সাইট সুপারভাইজার হিসেবে দায়িত্বে থাকার সুবাধে কোম্পানির মালামালের রক্ষনাবেক্ষনের দায়িত্ব তারই উপর ন্যাস্ত ছিল। কিন্তু রক্ষনের পরিবর্তে ভক্ষনের পথ বেছে নেন তিনি। প্রতিনিয়ত প্লাম্বিং সেক্টরের মূল্যবান বিভিন্ন উপকরন বিক্রি করে দিতেন। কথায় আছে দশ দিন চোরের একদিন গেহস্তের!! একদিন সকল চুরির বিষয়টি ধরা পড়ে যায় এবং তৎক্ষনাৎ পুলিশের কাছে সোপর্দ করা হয়। মামলা এখনো চলমান।
||৩||
জুলাই ২০২৩
রেজাউল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশী যিনি কিনা গত সপ্তাহে পুলিশের হাতে গ্রেপ্তার হোন জাল নোট বানানোর অপরাধে। শাস্তিস্বরূপ তাকে তিন বছরের জেলদন্ড দেওয়া হয়।
উপরের তিনটি ঘটনা ছাড়াও এরূপ অপরাধমূলক জগন্য ঘটনা প্রায়ই আমাদের চারপাশে ঘটতে দেখা যায়। প্রবাসীদেরকে উপার্জনকে আমরা সবাই জানি কষ্টার্জিত শরীরের ঘাম ঝরানো উপার্জন। কিন্তু বাড়তি উপার্জনের আশায় অনেকেই অবৈধ পন্থা অবলম্বনের পথ বেছে নেন।
লোভের বশবর্তী হয়ে কিছু মানুষ ধর্ম-কর্ম ভুলে নিজের জীবনের সর্বনাশ ডেকে আনে। লোভ-লালসা মানুষকে অন্ধ করে তার বিবেক-বুদ্ধি বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ভালো-মন্দ, পাপ-পুণ্য বিচারের ক্ষমতা নির্মূল করে ফেলে। তাই লোভ মানুষের চরম শত্রু, জীবনের বিনাশ সাধনই এর কাজ।
সৎপথের উপার্জন কম হলেও মনে রাখবেন সেখানেই শান্তি এবং তৃপ্তি। সৃষ্টিকর্তার রহমত এবং অনুগ্রহ হালাল উপার্জনে।
সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুস্থ রাখুন, সৎপথে পরিচালিত করুন।
শাহেদ
সিঙ্গাপুর প্রবাসী।