রাজনীতি

বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন-শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ১০:২৮:১৯

শেয়ার করুন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

দীপু মনি বলেন, নারীর অধিকার ও মানবাধিকারের উপর বিশ্বাস রেখে বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন। নারী পুরুষ যেন সকল ক্ষেত্রে সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে আজ নারীর ক্ষমতায়নে আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

মন্ত্রী যুব মহিলা লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, দলের ঐক্য বজায় রাখতে সকলকে কাজ করতে হবে, আগামী কয়েক মাস দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরতে হবে।

এর আগে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে সংগঠনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান শেষে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় আওয়ামী লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content