সারাদেশ

বরিশালে একদিনে ১৭০ ডেঙ্গু

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৪:৫১:২৬

শেয়ার করুন

 

বরিশালে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল সবচেয়ে বেশি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, জেলার অন্যান্য হাসপাতালে ২৩ জন, পটুয়াখালীতে ৩১ জন, ভোলায় ২৭ জন, পিরোজপুরে ২০, বরগুনায় ২৩ ও ঝালকাঠিতে তিনজন রয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী সব মিলিয়ে মঙ্গলবার (১৮ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৪২৬ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে দুই হাজার ৮২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৬৫৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালে মারা গেছে দুজন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।

শের-ই বাংলা হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

তিনি আরও বলেন, শেবাচিম হাসপাতালে ডেঙ্গুরোগীর চিকিৎসা দেওয়ার জন্য ইতোমধ্যে ২০০ শয্যা রয়েছে। আরও ১০০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তা ব্যবহার করা যাবে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content