সারাদেশ

বরিশালে ২৩টি দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ২:৩৯:৩২

শেয়ার করুন

 

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে ২৩টি রামদাসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাকাতদের ট্রলার ঘেরাউ করে পুলিশে খবর দেয়। এসময় ট্রলারে ৬ জন অবস্থান করলেও দুই জন পালিয়ে যায়।

এসময় ট্রলার থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বিষয়টি রোববার বিকেলে নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

আটক চার ডাকাত সদস্য হলেন—হাসান মেহেদী, মো. সুমন, মোহাম্মদ আরিফ ও নাঈম। তাদের বাড়ি জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়।

ওসি আনোয়ার হোসেন বলেন, ডাকাতি করার জন্য ডাকাত দলটি নদী তীরে ট্রলারে বসে প্রস্তুতি নিচ্ছিলো। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ট্রলার ঘেরাউ দিয়ে তাদের আটক করে। ঘটনার পর চরমোনাই এলাকায় পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নৌপুলিশের একাধিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম বলেন, এই ডাকাত দলটি এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে। আটক চার জনের মধ্যে দুইজনের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। অভিযানে পালিয়ে যাওয়া দুইজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content