নির্বাচন

বাংলাদেশ পরিস্থিতিতে অব্যাহতভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৩:৫৮:৫০

শেয়ার করুন

গণতান্ত্রিক নির্বাচনে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল ঢাকা-১৭ আসনে অনুষ্ঠিত উপনির্বাচন ও এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার বিষয়ে এ কথা বলেছেন। ম্যাথিউ মিলার বলেছেন, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি। আমরা আগেও বলেছি এবং এখনও বলছি, আশা করবো বাংলাদেশ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। আমরা পরিস্থিতির দিকে অব্যাহতভাবে নজর রাখছি। একই সঙ্গে ব্রিফিংয়ে উঠে আসে বুধবার নিউ ইয়র্কে সরকার দলীয় একজন এমপির বিরুদ্ধে বিরোধী রাজনীতিকদের প্রতিবাদের বিষয়। এর প্রতিবাদে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কয়েক ঘন্টা পরেই একজন বিক্ষোভকারীর বাংলাদেশের বাড়িতে, তার ভাই, মা ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে বলে তুলে ধরেন একজন সাংবাদিক। এর জবাবেও ম্যাথিউ মিলার বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content