আবহাওয়া

বাড়বে গরম, কমবে বৃষ্টি

  প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ৭:৩৭:২৭

শেয়ার করুন

গত পাঁচদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে টানা বৃষ্টি। এ সময়ে প্রতিদিনই সকালে যেন ‘নিয়ম করে’ শুরু হয় বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে বাড়ে বৃষ্টির প্রবণতা। একপর্যায়ে তা রূপ নেয় মুষলধারে। তবে সোমবার থেকে বৃষ্টিপাত কমতে পারে। সে সঙ্গে বাড়তে পারে ভ্যাপসা গরম।

শনিবার (১ জুলাই) আবহাওয়ার অফিসের আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, শুক্রবারের তুলনায় শনিবার রাজধানীতে বৃষ্টিপাত কম হয়েছে। এখন রাজধানীর মিরপুর ও এর আশেপাশের এলাকায় বৃষ্টি হচ্ছে।

 

শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বিকেলে রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সোমবার থেকে বৃষ্টি কমতে পারে জানিয়ে আবহাওয়াবিদ শাহীনুর রহমান বলেন, ওই সময়ে দিনের কোনো বেলা হয়ত একটানা বৃষ্টি হয়ে এরপর এক বা দুই বেলা সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টির কমার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম পড়বে।

তিনি জানান, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাসের গতিবেগ কিছুটা কম। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। এ কারণে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম লাগছে।

 

এদিকে গত ৫ দিন ধরে সমুদ্র বন্দরে দেওয়া ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরে দেওয়া ১ নম্বর সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। ফলে সমুদ্রে ও নদীতে মাছ ধরা ট্রলার ও নৌকা স্বাভাবিক চলাচল করতে পারবে বলে জানান আবহাওয়াবিদ শাহীনুর রহমান।

শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

উত্তর মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content