সারাদেশ

বাস-ইজিবাইক সংঘর্ষ নিহত ৬

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ৩:১১:২৮

শেয়ার করুন

যশোর সদর উপজেলার লেবুতলা এলাকায় বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ যাত্রী।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লেবুতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বারোবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন ইমরান (২৭), ফাহিমা খাতুন (৬০), খাদিজা (৬), তার দুই জমজ সহোদর হাসান (২) ও হোসেন (২) এবং অজ্ঞাত পরিচয় একজন।

জানা যায়, যশোর থেকে মাগুরাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে পড়ে। এ সময় বাসটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন; হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content