রাজনীতি

বিএনপি’র আজ আসতে পারে মহাসমাবেশের ঘোষণা

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ১২:১৭:৩৬

শেয়ার করুন

সরকার পতনের এক দফা আন্দোলনের প্রথম ধাপে ২ দিনের পদযাত্রা করেছে বিএনপি। এবার দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করবে দলটি। পদযাত্রার পর এবার মহাসমাবেশের ঘোষণা আসতে পারে। চলতি মাসেই ঢাকায় মহাসমাবেশ করার প্রস্তুতি রয়েছে । দলীয় সূত্র জানায়, শনিবার ঢাকায় তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করবেন। শুক্রবার রাতে কর্মসূচি ও দিনক্ষণ চূড়ান্ত করবে বিএনপি।
প্রথম ধাপের পদযাত্রা কর্মসূচির পর পরবর্তী জোরালো কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার বৈঠক করে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। সেখানে মহাসমাবেশের বিষয়টি উঠে আসে । পরবর্তীতে সমমনা কয়েকটি দলের সঙ্গে এই বিষয়ে আলাপ করে বিএনপি। সমমনাদের মতামতও গ্রহণ করেন দলটির শীর্ষ নেতারা।

সূত্র জানায়, ২৬, ২৭ অথবা ২৯ জুলাই বিএনপি মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার রাতে বিষয়টি চূড়ান্ত হলে শনিবার ঘোষণা আসতে পারে।

পরবর্তীতে সমমনা অন্যান্য দলগুলোও সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা দিতে পারে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content