প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ৯:১২:৩৭
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। আজ দুপুর সোয়া ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা।
এদিকে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো নয়াপল্টন এলাকা। বিএনপি নেতাকর্মীদের ঢল নয়াপল্টন ছাড়িয়ে পূর্বদিকে ফকিরেরপুল, মতিঝিল ও পশ্চিমদিকে বিজয়নগর, কাকরাইল হয়ে ভিআইপি রোডে ঠেকেছে। মূল সড়কে জায়গা না পেয়ে আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে অবস্থান করেন তারা। ওদিকে আজকের মহাসমাবেশ থেকে সরকার পতনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।