খেলাধূলা

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান…’ পাক ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে আলোড়ন

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৩ , ৮:৫৮:৩৭

শেয়ার করুন

রোববার দুপুরে হঠাৎই বেঁকে বসেছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি। পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড যখন ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে আগ্রহী তখনই মাজারি বোমাটি ফাটিয়েছেন। বলেছেন, ভারত যখন এশিয়া কাপ ক্রিকেট নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়, হাইব্রিড মডেলে শ্রীলংকায় খেলতে চায়, তেমন পাকিস্তানও বিশ্বকাপের জন্য নিরপেক্ষ ভেন্যু চাইতে পারে। এমনিতেই পাকিস্তানের ম্যাচ আহমেদাবাদে দেয়া হয়েছে শুনে আমি বিস্মিত।

যদি ভারতে যেতেই হয় তাহলে ভেন্যু বদল করতে হবে। পাক দলের নিরাপত্তার কথাও তো সরকারকে মাথায় রাখতে হবে। মাজারি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে মাথায় রেখে যে কমিটি গড়েছেন তার সদস্য। শাহবাজ শরীফের এই কমিটি বিবেচনা করবে পাকিস্তান ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা। সেপ্টেম্বরে পাক বোর্ড নিরাপত্তা বিষয়ক একটি দলকে পাঠাচ্ছে ভারতের ভেন্যু গুলি দেখার জন্য।

 


শেয়ার করুন