আন্তর্জাতিক

ভারতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ২:১৭:০৫

শেয়ার করুন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১৫ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। বুধবার রাজ্যটির চামোলি জেলায় অলকানন্দা নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে। ট্রান্সফর্মার ফেটে গিয়েই এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে জানানো হয়, মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ভি মুরুগেশন। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০ বলা হলেও মুরুগেশন সাংবাদিকদের জানান আহত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে, চামোলিতে অলকানন্দা নদীর তীরে ‘নমামী গঙ্গা’ নামের প্রকল্পের কাজ চলছিল।

সেখান থেকেই এই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটলো। উত্তরাখণ্ড পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বলেন, পুলিশের এক ইনস্পেক্টর এবং তিনজন হোমগার্ডও এই ঘটনায় মারা গেছেন। এ নিয়ে এখন পূর্ণাঙ্গ তদন্ত হবে। তারপর পুরো বিষয়টি সামনে আসবে।

ঘটনার পর সেখানে গিয়েছেন উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ধন সিং রাওয়াত।

 

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে সাতজন। আহতদের আকাশপথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content