খেলাধূলা

ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ২:৪৪:১৯

শেয়ার করুন

ফুটবল বিধাতার হেঁয়ালি বোঝা সত্যিই দায়! কেননা কাতারে বিশ্বকাপের সোনালি ট্রফিটা যার হাতে দেখতে উন্মুখ ছিল গোটা ফুটবলবিশ্ব, সেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গলাতেই শেষ পর্যন্ত উঠেছে বরমাল্য। এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আলবিসেলেস্তে পুরুষেরা ঘরে তুলেছে ৩৬ বছর পর তাদের তৃতীয় শিরোপা। অপরদিকে আর্জেন্টিনা নারী দল যেনো তার পুরাটায় বিপরীত। কেননা ১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারী ফুটবল বিশ্বকাপে এখনও শিরোপা দেখেনি তারা। এদিকে চলতি আসরের শুরুটাও ভালো হয়নি আলবিসেলেস্তে নারীদের। তাই নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় ভোর ছয়টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে আলবিসেলেস্তে নারীরা। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল তারা।

 

নারী ফিফা র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে ৫৫তম স্থানে, অন্যদিকে আর্জেন্টিনা রয়েছে ২৮তম স্থানে। তাই আলবিসেলেস্তে নারীদের কঠিন পরিক্ষা দিতে হবে না আগামীকাল নিজেদের নতুন রুপে মেলে ধরতে। এদিকে বিশ্বকাপের নয় আসরের মধ্যে আর্জেন্টিনা মোটে এবারেরটি নিয়ে চারটি আসরে অংশ নেয়ার সুযোগ পেয়েছে। বাকি ৫ আসরে চারটিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় তারা। তাদের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট গ্রুপ পর্ব পর্যন্ত।

 

 

চলতি আসরে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ‘জি’ তে আছে সুইডেন, দক্ষিণ আফ্রিকা এবং ইতালি। বিশ্বকাপে টিকে থাকতে হলে আগামীকাল নিজেদের বাঁচা মরার ম্যাচ। কেননা ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচে হারের দেখা পেয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার মতো হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আফ্রিকাও। ফলে তাদেরও লক্ষ্য থাকবে শক্তিশালী আর্জেন্টিনাকে রুখে দিয়ে পয়েন্ট আদায় করে নেওয়ার।

 

আর্জেন্টিনার তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২ আগস্ট) সুইডেনের বিপক্ষে নিউজিল্যান্ডের এফএমজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায়। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে ২০ জুলাই থেকে শুরু হওয়া নারী ফুটবল বিশ্বকাপ শেষ হবে আগামী ২০ আগস্ট।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content