খেলাধূলা

ম্যাচের ফল নিয়ে চিন্তিত নন রশিদ খান

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ১২:০৭:৫৩

শেয়ার করুন

 

 

 

বাংলাদেশকে ওয়ানডে সিরিজ হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে আফগানিস্তান দল। এবার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দলটির অধিনায়ক রশিদ খান জানালেন আসন্ন এশিয়া কাপ এবং ভারত বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে তার দল।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন আজ বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলন করতে এসে রশিদ বলছিলেন, ‘এটা (ওয়ানডে সিরিজ জয়) ভালো সুবিধা। আমরা মাত্রই একটি সিরিজ জিতেছি। চার বছর আগে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি এখানে। যেটা আমাদের দলের অন্যতম অর্জন ছিল। ভালো বিষয়টি হচ্ছে আমরা এশিয়া কাপ, বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিচ্ছি। আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং সিরিজও জিতেছি। এটা ভালো কিন্তু আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে। সেরেটা দিতে হবে।’

 

রশিদের দাবি বাংলাদেশ সম্পর্কে তার দল জানেন। এছাড়া বাংলাদেশও জানে তাদের কি করতে হবে,‘আমরা তাদের বিপক্ষে এশিয়া কাপে খেলবো। আমরা তাদের সম্পর্কে জানি, তারা জানে তাদের কী করতে হবে। কিন্তু এটা দারুণ প্রতিযোগিতামূলক হবে, খেলা দেখায় আনন্দ হবে।’

রশিদ বলছেন প্রস্তুতির কথা, যে কারণে ফল নিয়ে চিন্তা করছেন না এই আফগান অধিনায়ক, ‘আমি দলীয়ভাবে চিন্তা করি। আমাদের জন্য এটি প্রস্তুতি। আমার কথা বলতে গেলে, আমি ফল নিয়ে চিন্তা করি না। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে। জিততে হবে এমন কিছু ঠিক করে দেওয়া যাবে না। আমার কাছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি এবং বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং যেটাই হোক তা শতভাগ দেওয়া।’

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content