রাজনীতি

সমাবেশ করার অনুমতি পায়নি ইসলামী আন্দোলন

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ১০:৫৩:২৬

শেয়ার করুন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি পায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে আগামীকাল বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টনস্থ আন্দোলন চত্বরে (নোয়াখালী টাওয়ারের সামনে) প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (২৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

মাওলানা আতাউর রহমান বলেন, আমরা ডিএমপিতে যোগাযোগ করেছি। কিন্তু বায়তুল মোকাররম উত্তরগেটে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তবে আমরা আমাদের সমাবেশ কর্মসূচি পালনে বদ্ধপরিকর। সেজন্য আমরা স্থান পরিবর্তন করেছি। দলীয় কার্যালয়ের সামনেই হবে আমাদের সমাবেশ।

প্রতিবাদ সমাবেশ সফলের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, সরকার শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করতে একই দিন পাল্টা সমাবেশের মাধ্যমে পরিস্থিতিকে উসকে দিচ্ছে। তারা কথিত শান্তি সমাবেশের নামে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সংঘাত সৃষ্টির পাশাপাশি জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, মোড়েলগঞ্জে ঘরোয়া কর্মসূচিতে পুলিশি বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) সমাবেশের সিদ্ধান্ত নিয়েছিল দলটি।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content