খেলাধূলা

সিনিয়ররা থাকায় মাঠের কাজটা সহজ হয়ে গেছে: শরিফুল

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ৩:৪৩:০২

শেয়ার করুন

 

 

 

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তায় উইনিং শটে নায়ক বনে গেছেন শরিফুল ইসলাম। তার সেই বাউন্ডারিতেই ১ বল বাকি থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে শেষ ওভারের শুরুতে করিম জানাতের বলকে যখন মেহেদী হাসান মিরাজ চারে পরিণত করেন তখনই শরিফুল নিশ্চিত ছিলেন ম্যাচ জিতে যাবে বাংলাদেশ।

আজ এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘১ ওভারে যখন ৬ রান লাগে মিরাজ ভাই যখন চার মারল তখন আমি প্রায় নিশ্চিত ছিলাম যে আমরা জিতে যাবো। আমি, মুস্তাফিজ ভাই, নাসুম ভাই রিল্যাক্স ছিলাম। প্যাডও খুলে ফেলেছিলাম। যখন দেখলাম যে মিরাজ ভাই আউট হলো ধীরে ধীরে প্যাড পড়তে শুরু করলাম।’

 

 

শেষ ওভারের সেই পরিস্থিতি নিয়ে শরিফুল বলেন, ‘তাসকিন ভাই নামল তারপর আমি নিচে গেলাম। নাসুম ভাই নামল তিনিও আউট হয়ে গেলেন। আমি যাচ্ছিলাম কোচ আমাকে বলল ‘তুমি পারবে। শুধু ব্যাটে-বলে কানেক্ট করবে। তাহলে সহজ হয়ে যাবে।’ যখন আমি মাঠে নেমেছি হৃদয় বলছিল ‘এটা কোনো বিষয়ই না, চাপ না। এটা হবে, না লাগলেও তুমি দৌড় দিবা। তুমি পারবা।’ আমি বলি, ‘বিশ্বাস রাখো আমি পারবো।’ পরে আল্লাহর রহমতে হয়ে গেছে।’

শরিফুল বলেন দলে সিনিয়রদের সঙ্গে বন্ধুর মতোই সম্পর্ক, ‘খুব ভালো লাগে যখন সাকিব ভাইদের মতো, মুশফিক ভাইদের মতো, তাসকিন ভাইদের মতো খেলোয়াড়দের সঙ্গে আমরা খেলি, অনূর্ধ্ব-১৯ খেলে আসার পর গর্ববোধ করতাম। এখন আমরা তিনজন আছি এ টি-টোয়েন্টি স্কোয়াডে, আমরা কথা বলি তাদের সঙ্গে অনেকটা বন্ধুর মতো। আমাদের তারা এতটা কাছের করে নিয়েছেন যাতে করে সহজ মনে হয়, এ কারণে মাঠে এত প্রভাব পড়ে না। তো তাদের সঙ্গে মেলা-মেশা করায় মাঠের কাজটা অনেকটা সহজ হয়ে গেছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content