প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ১১:৫২:১৪
চট্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের মিছিলে যাওয়ায় দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে মহানগর যুবদল। তারা হলেন- নগরীর ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম ও সদস্য লোকমান হোসেন।
রোববার (২৪ জুলাই) মহানগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে প্রকাশ্যে অংশগ্রহণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জাহেদুল করিম ও লোকমান হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, দুজনেই প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এ কারণে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।