প্রতিনিধি ২০ জুলাই ২০২৩ , ১২:১১:২৩
বাগেরহাটের রামপালে ট্রাকচাপা দিয়ে একজনকে হত্যার ঘটনায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ওই ট্রাকের চালক ইউনুস আকনকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে বাগেরহাট আদালতে তাকে সোপর্দ করা হয়।
এর আগে, বুধবার (১৯ জুলাই) দিনগত রাতে পুউপজেলার কালিকাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ট্রাকচালক ইউনুস কালিকাবাড়ী গ্রামের মহিউদ্দিন আকনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, গ্রেফতারকৃত ইউনুস আকন একজন ট্রাকচালক। কয়েক বছর আগে তিনি ট্রাকচাপা দিয়ে একজনকে মেরে ফেলেন।
এ ঘটনায় ইউনুস আকনের বিরুদ্ধে মামলা হলে বাগেরহাটের আদালতের বিচারক ২০২২ সালে তাকে ৭ বছরের কারাদণ্ড দেন। মামলার পর থেকে ইউনুস আকন আত্মগোপনে চলে যায়। বুধবার এলাকায় আসার খবর পেয়ে পুলিশ রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে।