রাজনীতি

আওয়ামী লীগের সমাবেশের তারিখ পরিবর্তন আগামী ২৮ জুলাই শান্তি সমাবেশ

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ৪:২৩:০৫

0Shares

শেয়ার করুন

বিএনপি’র মহাসমাবেশের তারিখ পরিবর্তন করায় আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠনও তাদের সমাবেশের তারিখ পরিবর্তন করেছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ হবে শুক্রবার শেরে বাংলানগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। রাতে তিন সংগঠনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করার ঘোষণা দেয় এই তিন সংগঠন। বুধবার দিনভর স্থান নির্ধারণ না হওয়ায় রাতে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয় বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার মহাসমাবেশ করবে দলটি।

 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করে ঘোষণা দেন, দলটির মহাসমাবেশ বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

বিএনপির চাওয়া ছিল সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করার। দিনটি ‘কর্মদিবস’ উল্লেখ করে এ দুই ভেন্যুতে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি।

মির্জা ফখরুল জানিয়েছেন, বিএনপি শুক্রবারের মহাসমাবেশ তাদের নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনেই করতে চায়।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content